Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

শিলচরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাষা শহিদ স্টেশন স্মরণ সমিতির জরুরি বৈঠক।


 

শিলচর, ৭ ডিসেম্বর  :আজ সকাল ১০টায় শিলচর পুলিশ গেস্ট হাউসে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ‘ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি’র প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’-এর জন্য অবিলম্বে প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন প্রকাশের দাবি জানাতে এই বৈঠকের আয়োজন করা হয়।

প্রায় ১৪ মিনিটব্যাপী আলোচনায় সমিতির সদস্যরা মুখ্যমন্ত্রীকে শহিদ স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব, দীর্ঘদিনের দাবি এবং জনমতের প্রসঙ্গ বিস্তারিতভাবে তুলে ধরেন। আলোচনা শেষে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করছে। তিনি আরও জানান, চলতি মাসের শেষের দিকে আবার শিলচর সফরে এসে এই বিষয়ে “যা করা উচিত, সেটাই করবেন”, যা সমিতিকে আশাবাদী করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী কৌশিক রাই, বরাক উপত্যকার সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থ। তাঁদের উপস্থিতি বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

সমিতির প্রতিনিধি দলের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন বাবুল হোড়, রাজীব কর, নিহার রঞ্জন পাল, নিখিল পাল, বাসুদেব ভট্টাচার্য ও শতদল ভট্টাচার্য। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রাপ্ত আশ্বাসকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে বহু প্রতীক্ষিত গেজেট নোটিফিকেশন দ্রুতই বাস্তবে রূপ পাবে।

No comments

Powered by Blogger.