Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডুতে বিনামূল্যে চোখ ছানিপড়া ও পরীক্ষা করার শিবিরের আয়োজন।


 
গুয়াহাটি, ১৯ ডিসেম্বর: সমাজের  মানুষের চোখের যত্ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও পাণ্ডুতে বিনামূল্যে চোখ ছানি পড়া (ক্যাটারেক্ট) পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পাণ্ডু ৫ নম্বর কলোনির ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা “লিগ্যাসি” এবং ভারত বিকাশ পরিষদ–এর যৌথ উদ্যোগে এই মানব কল্যাণমূলক শিবিরটি অনুষ্ঠিত হতে চলেছে। শিবিরটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি,  এই শিবির  গুয়াহাটির  শ্রী শংকর দেব নেত্রালয়–এর তত্ত্বাবধানে পরিচালিত হবে

এই শিবিরে ৪০ বছরের ঊর্ধ্বে আর্থিকভাবে সচ্ছল ও দরিদ্র সীমার অন্তর্ভুক্ত সকল ব্যক্তির জন্য বিনামূল্যে চোখ ছানি পড়া পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যেসব রোগীর চোখে অপারেশনের প্রয়োজন হবে, তাঁদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটারেক্ট অপারেশনের ব্যবস্থাও করা হবে ও  রোগীদের শ্রী শংকর দেব নেত্রালয়ে বিনামূল্যে নিয়ে যাওয়া ও ফেরত আনার সম্পূর্ণ ব্যবস্থা কমিটির পক্ষ থেকে করা হবে, যাতে রোগীদের কোনও ধরনের আর্থিক বা যাতায়াত জনিত সমস্যার সম্মুখীন হতে না হয়।

শিবিরের কার্যক্রম শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে,  অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা চোখ পরীক্ষা করা হবে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই শিবিরে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল ব্যক্তিকে অবশ্যই তাঁদের বি পি এল  এর প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে, 

 এই উদ্যোগের মাধ্যমে পাণ্ডু ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে আয়োজকদের আশা।

No comments

Powered by Blogger.