মানিরাম দেওয়ান ট্রেড সেন্টারে শুরু হয়েছে ছাব্বিশ তম লিও বাণিজ্য মেলা
গুয়াহাটি,৫ নভেম্বর:গুয়াহাটির মানিরাম দেওয়ান ট্রেড সেন্টারে শুরু হয়েছে লিও বাণিজ্য মেলা।দেশ বিদেশের বহু ব্যবসায়ীরা এই মেলায় নিজেদের পসরা সাজিয়ে বসেছে।৩০অক্টোবর থেকে শুরু এই মেলা চলবে ১৭নভেম্বর পর্যন্ত।এবারের মেলাতে লাইটের সমারোহ দেখার মতো।মেলাকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।লোকের ভীড় ছিল দেখার মত।
বাণিজ্য মেলাতে এবার দুবাইয়ে সুগন্ধি,সিকিমের পারম্পারিক পোশাক।কাশ্মীরের শাল, সালওয়ার সুট কিনতে লোকেরা ভীড় জমিয়েছে। পুরো মেলাকে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে।বই প্রেমীদের জন্য রয়েছে আলাদা স্টল।বই প্রেমীরা এই স্টলে নিজের পছন্দ মতো বই কিনছেন।
এ ছাড়াও রয়েছে বিভিন্ন খাবারের দোকান।রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে হরেক খেলনা,
ঘর সাজানোর জিনিষের সম্ভার। রয়েছে কৃত্রিম জুয়েলারি দোকান, কৃত্রিম ফুল ,মূর্তির দোকান।
শীতের কাপড় নিয়ে পসরা সাজিয়েছে দোকানিরা।
বিদেশে থেকে যেমন বাংলাদেশ, ইরান,থাইল্যান্ড,ব্যাংকক,আফগানিস্তান ইত্যাদি দেশ থেকে ব্যবসায়ীরা দোকান সাজিয়েছে।প্রতিদিনই মেলা দেখতে লোকেরা ভিড় জমাচ্ছে।




No comments