Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

লক্ষ্মীমপুরের গ্রন্থমেলার পঞ্চম দিনের বিভিন্ন কার্যক্রম




লক্ষ্মীমপুর  ৫ নভেম্বর ---লক্ষ্মীমপুরে কমার্স কলেজ স্পোর্টস কমপ্লেক্সে সদৌ অসম পুথি প্রকাশক বিক্রেতা সংস্থার উদ্যোগে  শুরু হয়েছে গ্রন্থমেলা।

বুধবার  সকালে ডঃ ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এদিনের আলোচনার  বিষয় ছিল ড০ ভূপেন হাজারিকার গানে ঐতিহ্য চেতনা । সঞ্চালক ছিলেন
বিশিষ্ট লেখক,   ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগের অধ্যাপক ডঃ সত্যকাম বরঠাকুর।উপস্থিত ছিলেন নারায়ণপুর মাধবদেব বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক, ডঃ দীক্ষিতা ভূঁইয়া ,লখিমপুর তেলাহী কমলবড়িয়া  মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক ড.রণদ্বীপ বরা ও ধেমাজি  কমার্স কলেজ সহযোগী অধ্যাপক শংকর পাটোয়ারী  বিকেলে  থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.