Saturday, November 8, 2025

শ্রীমন্ত গোটানাগার সত্রের উদ্যোগে ১৯তম রাস উৎসবের আয়োজন।


 
গুয়াহাটি,৮ নভেম্বর: শ্রীমন্ত গোটানাগার সত্রের উদ্যেগে পূর্ব গোশালা মালিগাঁওয়ে শুরু হয়েছে ১৯তম রাস উৎসব।পাঁচ দিনের এই রাস উৎসব দেখতে  লোকেরা ভীড় জমিয়েছে।



রাস উপলক্ষ্যে কৃষ্ণের মৃন্ময়ী মূর্তি তৈরি করা হয়েছে।সেখানে কৃষ্ণের জন্ম,কালীয় দমন,পুতনা বধ, দধি মন্থন, কংস বধ, বৃন্দাবনের রাস লীলা ইত্যদি মৃন্ময়ী মূর্তির সহযোগে উপস্থাপন করা হয়েছে।
প্রতি বছরেই এই সত্রের উদ্যোগে রাস উৎসব পালন করা হয়ে থাকে।এর সাথে মেলাও বসে।রাসমেলার সাথে নাম কীর্তন ,নাগরা নামের কৃষ্ণ বন্দনায় মুখরিত হয়ে চারিদিক।


 


No comments:

Post a Comment