Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

গুয়াহাটি শহর জুবিন গার্গের ৫৩তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন।


 

গুয়াহাটি  ১৮  নভেম্বর  :গুয়াহাটির খানাপাড়া স্থিত ভেটেরিনারি কলেজের খেলার মাঠে জুবিন গার্গের ৫৩তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি "মেগা রক্তদান" শিবির আয়োজন করে ।

এই " মেগা রক্তদান" শিবিরে প্রায় চার  সাতধিক জুবিন অনুরাগীরা রক্ত দান করেন ও  শিল্পীকে শত শত প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শিবিরে উপস্থিত ছিলেন সভাপতি শ্রী দিলীপ সাইকিয়া,  মন্ত্রী  পীযূষ হাজারিকা,  মন্ত্রী  অশোক সিংহল, গুয়াহাটি মিউনিসিপালিটি মেওর মৃগেন শরনিয়া ও অসংখ্য অনুরাগীরা।


 

No comments

Powered by Blogger.