অসম অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয়ে জলের সংকটে তীব্র ছাত্র আন্দোলন,
গুয়াহাটি ২১ নভেম্বর অসম অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয়ের ৩ নম্বর ছাত্রাবাসে গত পনেরো দিন ধরে জলের সংকট চরমে পৌঁছালে ছাত্রদের ধৈর্য ভেঙে পড়ে। দীর্ঘদিনের দুর্ভোগে অতিষ্ট হয়ে অবশেষে ছাত্ররা বৃহস্পতিবার গভীর রাতে তীব্র প্রতিবাদে করে। মধ্যরাত ১২টা থেকে তারা মহাবিদ্যালয়ের মূল প্রবেশদ্বার অবরোধ করে প্রবেশদ্বারে তলা লাগিয়ে দেওয়া হয় ও প্রবেশদ্বারে খালি জলের বালতি ঝুলিয়ে প্রতিবাদ প্রদর্শন করে।
জলের অভাবে জর্জরিত ছাত্ররা অভিযোগ করেন, বহুদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিকল্প উপায় না দেখে তারা বাধ্য হয়ে মূল প্রবেশদ্বার বন্ধ করে আন্দোলনে নামে। মধ্যরাতেই প্রবেশদ্বারের সামনে আগুন জ্বালিয়ে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যায়।
তীব্র প্রতিবাদের খবর পেয়ে অবশেষে ঘটনাস্থলে উপস্থিত হন মহাবিদ্যালয়ের অধ্যক্ষসহ কর্তৃপক্ষের অন্যান্য প্রতিনিধি। একই সঙ্গে উপস্থিত হন পুলিশের শীর্ষ পদস্থ কর্মকর্তারাও। ছাত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে অধ্যক্ষ জানান, আগামী সাত দিনের মধ্যে জলের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা হবে। অধ্যক্ষ আরও আশ্বস্ত করেন যে, আজ থেকেই পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD) সমস্যার সমাধানে কাজ শুরু করবে।
কর্তৃপক্ষের এই প্রতিশ্রুতির পর ছাত্ররা কিছুটা আশ্বস্ত হন ও শুক্রবার সকালে প্রবেশদ্বারে তলা খোলা হয়। দীর্ঘ সময়ের আলোচনা ও আশ্বাসের পর অবশেষে অসম অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয়ের প্রবেশদ্বার পুনরায় খুলে দেওয়া হয়।
অধ্যক্ষ স্পষ্ট করে জানান যে, ছাত্রদের মৌলিক সমস্যাগুলিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করা হবে। ছাত্রদের বক্তব্য, সমস্যার প্রকৃত সমাধান হলে তারা স্বস্তিতে ফিরতে পারবেন। এই ঘটনার মাধ্যমে মহাবিদ্যালয় প্রশাসন ও ছাত্রছাত্রীদের মধ্যে সংলাপের গুরুত্ব আবারও সামনে উঠে এসেছে।


No comments