গুয়াহাটিতে “বন্দে মাতরম্”-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে সভার আয়োজন
গুয়াহাটি ৭ই নভেম্বর, -- সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী ও “বন্দে মাতরম্”-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে কামরূপ মহানগর জেলার জেলা সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় অমল প্রভা অডিটোরিয়ামে-এক সভার আয়োজন করা হয়।
সমাজ ন্যায় ও ক্ষমতায়ন অধিদপ্তর, আসাম-এর উদ্যোগে শুক্রবার কামরূপ মহানগর জেলার জেলা সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভা শুরু হয় নেশামুক্ত যুব প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে। পাঠ করেন ডিস্ট্রিক্ট সোস্যাল জাসটিজ এন্ড এপওয়ারমেন্ট এ.সি.এস ভাস্কর জ্যোতি মান্তা, যুগ্ম ডিস্ট্রিক্ট সোস্যাল জাসটিজ এন্ড এপওয়ারমেন্ট ,এ.সি.এস সুষ্বপনা কাকতি। কামরূপ মহানগর জেলার সমাজকল্যাণ আধিকারিক সন্তোষ কুটুম, ও কামরূপ মহানগর জেলা—অফিসের কর্মচারীবৃন্দ, সিডিপিও, সুপারভাইজার এবং ব্লক পর্যায়ের আধিকারিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞাটি পাঠ করেন ও সকল অংশগ্রহণকারীরা সমবেত কণ্ঠে “বন্দে মাতরম্” গান পরিবেশন করেন।

No comments