গুয়াহাটি, ১৫ নভেম্বর: প্রতি বছরের মতো এ বছরও মালিগাঁও এলাকার অন্যতম স্বনামধন্য বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ‘কামাখ্যা বিদ্যালয়’-এ মহাধুমধামের সঙ্গে পালিত হয় শিশু দিবস। ১৪ই নভেম্বর, (শুক্রবার), বিদ্যালয়ের প্রাক্তনী সংস্থার উদ্যোগে ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনায় দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। নেহেরুর জন্মদিন উপলক্ষে শিশুদের প্রতি তাঁর গভীর স্নেহ ও মানবিক মূল্যবোধকে স্মরণ করে শুরু হয় কর্মসূচি। এরপর খোলা আকাশের নিচে, শান্ত-স্নিগ্ধ, গাছপালায় ঘেরা মনোরম পরিবেশে একের পর এক আয়োজিত হয় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নানা আকর্ষণীয় কার্যক্রম।
দিনব্যাপী এই অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলা, নৃত্য-গীত পরিবেশন, অঙ্কন প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশনসহ নানা সৃজনশীল আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উৎসাহ বাড়াতে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা শিশুদের মুখে আরও এক চিলতে আনন্দের হাসি এনে দেয়। পাশাপাশি উপস্থিত সকলের জন্য লঘু আহার পরিবেশন করে দিনটির আনন্দকে আরও বাড়িয়ে তোলে ।




No comments:
Post a Comment