Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

জালুকবাড়ি সমষ্টিতে সামারি রিভিশন কাজে পূর্ণগতির তৎপরতা।


 
গুয়াহাটি, ২৫ নভেম্বর: আসন্ন নির্বাচনের পূর্বে নির্বাচনী আয়োগের নির্দেশ অনুযায়ী জালুকবাড়ি সমষ্টিতে সামারি রিভিশন (এস.আর.) কাজ পুরো গতিতে এগিয়ে চলছে। গত ২২ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (বিএলও) প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার পূর্ণ নিরীক্ষণের কাজ অব্যাহত রেখেছেন। ভোটারদের নাম সংশোধন, নাম কাটানো ও নাম স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সব ধরনের ফর্ম ইতিমধ্যেই তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সংশোধনের সুযোগ পান।



নির্বাচনী আয়োগের পক্ষ থেকে প্রত্যেক ভোটারকে অনুরোধ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের সঙ্গে সহযোগিতা করতে, যাতে এই গুরুত্বপূর্ণ কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়। সমষ্টির বিভিন্ন কলোনিতে দায়িত্বপ্রাপ্ত বিএলওরা নিরন্তর এলাকা ঘুরে ভোটারদের তথ্য যাচাই করছেন।
লোকো কলোনিতে রয়েছেন জয়ন্ত সিনহা ও দিপু দাস; আনন্দ নগরে শেখর ধর ও সত্যনারায়ণ গোস্বামী; বিবিসি কলোনিতে মহুয়া পাল ও সুকমল রায়; জয়মতী নগরে অমিত বিশ্বাস; নিউ কলোনিতে অভিজিৎ দাস; ৪ নম্বর কলোনিতে বঙ্কিম দাস; শকুন্তলা কলোনিতে ময়না দাস; পাণ্ডব নগরে জুনরানি কালিতা এবং নিউ আদাবাড়িতে দায়িত্বে আছেন মনোজ দাস। প্রতিটি কলোনিতেই বিএলওরা ভোটারদের সহযোগিতা করে সংশোধনী প্রক্রিয়া দ্রুততর করছেন।

নির্বাচনী নির্দেশ অনুযায়ী এই সামারি রিভিশন কাজ চলবে আগামী ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

এদিকে, সাধারণ মানুষের সুবিধার্থে ভারতীয় জনতা যুব মোর্চা, জালুকবাড়ি মণ্ডলের উদ্যোগে পাণ্ডু জ্যেষ্ঠ নাগরিক কার্যালয়ে ভোটার নিবন্ধন কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে ভোটাররা অত্যন্ত সহজেই তাদের ভোটদানের সঙ্গে সম্পর্কিত নানা সমস্যার সমাধান করতে পারবেন।


No comments

Powered by Blogger.