Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

রাজ্যজুড়ে পালিত হলো শিশু দিবস


 

গুয়াহাটি,১৪নভেম্বর,সমগ্র দেশের সাথে অসমেও উৎসাহ উদ্দীপনার সাথে শিশু দিবস পালন করা হয়।প্রতি বিছর ১৪ নভেম্বরের দিনটি সমগ্র দেশের বিভিন্ন স্কুল কলেজে উদযাপন করা হয় শিশু দিবস।এই দিনটি কেবল আনন্দ ও উৎসবের জন্য নয় বরং শিশুদের অধিকার ,সুরক্ষা ও শিক্ষার প্রতি সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবেও পালন করা হয়।


১৪ই নভেম্বর স্বাধীন  ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জবাহারলাল নেহরুর জন্মদিন।১৮৮৯ সালের ১৪ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।শিশুদের প্রতি অগাধ ভালোবাসা, মমতা ও যত্নের জন্য তিনি চাচা নেহরু হিসাবে পরিচিত।তিনি বিশ্বাস করতেন যে শিশুদের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি সমাজ ও দেশের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলে।শিশু দের শিক্ষা ও সৃজনশীলতার প্ৰতি তার অগাধ ভালোবাসা শিশু দিবস পালনের  মূল ভিত্তি।নেহরু বিশ্বাস করতেন যে শিশুরা কেবল আগামী দিনের ভবিষ্যতে নয়,তারা আজকের সামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।ভারত সরকার ১৯৫০ এর দশক থেকে শিশু দিবস শুরু করে।


শুক্রবার সমগ্র দেশের সাথে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ তথা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয় শিশু দিবস।শিশু দিবসের সাথে সংগতি রেখে শিশুদের মধ্যে নাচ,গান,নাটক, কবিতাপাঠ,খেলাধুলা,চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.