Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী বর্ণিত পবিত্র বৃন্দাবনী ব্রস্ত্রটি এখন অসমে প্রদর্শনীর জন্য উপলব্ধ হবে



গুয়াহাটি   ১৫ নভেম্বর   বৃন্দাবনী বস্ত্র হল একটি কালজয়ী শিল্পকর্ম, যা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের ভক্তি ও চেতনায় বোনা, একটি পবিত্র বস্ত্র যা বৈষ্ণব সংস্কৃতিকে  ঐশ্বরিক কারুকার্যের মাধ্যমে জীবন্ত করে তোলে। বৃন্দাবনী বস্ত্রটি বর্তমানে লন্ডন জাদুঘরে সংরক্ষিত আছে। 

লন্ডন জাদুঘরে থেকে বৃন্দাবনী বস্ত্রটি ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন  মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ।ফলে ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী বর্ণিত পবিত্র বৃন্দাবনী ব্রস্ত্রটি এখন অসমে প্রদর্শনীর জন্য উপলব্ধ করা হবে।

No comments

Powered by Blogger.