Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

যোরহাটে আসাম প্রকাশনা পরিষদদের গ্রন্থমেলার শুরু।


 
যোরহাট  ১৪ নভেম্বর : আজ থেকে যোরহাটে ডি.এস.এ. খেলার মাঠে  
সদৌ অসম পুথি প্রকাশক ও বিক্রেতা সংস্থার উদ্যোগে অসম গ্রন্থমেলার উদ্বোধন করা হয় ।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক, ও অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি,ডঃ ধ্রুবজ্যোতি বরা, বিশিষ্ট সাহিত্যিক, ডিব্রুগড় বিশ্ববিদ্যালযের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ কার্বি ডেকা হাজারিকা, বিশিষ্ট লেখক, অভিধান প্রণেতা আসাম প্রকাশনা পরিষদের সহ-সভাপতি,শ্রীযুত সুমন্ত চলিহা, বিশিষ্ট শিশু লেখক, সম্পাদক, বিহাইভ, নিউ ডিসকভারিজ শান্তনু তামুলি  যোরহাট জেলা জেলা প্রশাসক,জয় শিবানী আজকের অনুষ্ঠানের উপস্থিত থাকবেন । সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

No comments

Powered by Blogger.