Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

মুখ্যমন্ত্রী গুয়াহাটির খানাপাড়ায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে চেক বিতরণ


 

গুয়াহাটি  ১২ নভেম্বর: অসমের মুখ্যমন্ত্রী নারী শক্তি উন্নতির ক্ষেত্রে আসামকে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, এগিয়ে চলেছে।

বুধবার খানাপাড়ায় আয়োজিত এক সভায়  মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আওতায়  আসা স্বনির্ভর  মহিলা গোষ্ঠীর সদস্যদের মধ্যে চেক বিতরণ করেন। আসাম রাজ্যকে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় বুধবার উদ্যমিতা আওতায় মোট ১৭,৬৮০ জন উদ্যমিতা মহিলাদের ১০ হাজার টাকার  চেক প্রদান করা হয়।আশা করা হচ্ছে যেএর ফলে নারী  শক্তি ক্ষমতায়নের উপকৃত হবে।


 

No comments

Powered by Blogger.