ধুবড়ী তে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তি স্থাপন।
ধুবড়ী ৯ অক্টোবর - ধুবড়ী ঐতিহ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শংকরদেব শিশু বিদ্যানিকেতনে বুধবার স্থাপন করা হলো স্বামী বিবেকানন্দের প্রতি মূর্তি। রাজ্যের কেবিনেট তথা ধুবড়ী জেলার অভিভাবক মন্ত্রী রঞ্জিত কুমার দাস স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তি উন্মোচন করেন । অকাল প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে ও অনুষ্ঠানে ভাষণে মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেন স্বামী বিবেকানন্দ ভারত দর্শন এর উপর যে মতামত ও চিন্তাধারা ব্যক্ত করেছিলেন সেই চিন্তাধারা নিয়ে প্রত্যেক ভারতীয়কে এগিয়ে যেতে হবে। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

No comments