নলবাড়ি, ২২ অক্টোবরঃ ৯২ সংখ্যক রাস উৎসব উপলক্ষ্যে নলবাড়ি হরি মন্দির প্রাঙ্গণে ১০হাজার শিল্পী একসাথে প্রয়াত জুবিন গার্গের মায়াবিনি গানটি গাইবেন ।গান গাইতে ইচ্ছুক শিল্পীরা অনলাইনে আবেদন করতে পারবেন । ৬ই নভেম্বর বিকেল তিনটের সময় গর্ডন স্কুলের মাঠে জুবিন গার্গের মায়াবিনি গাওয়া গানটি গাওয়া হবে।
No comments