Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে যানবাহন পরিবহনের অটোমেটিক ফিটনেস পরীক্ষার কেন্দ্র উদ্বোধন করলেন



 ডিব্রুগড়  ৮ অক্টোবর : আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বুধবার বিকেলে  ডিব্রুগড়ে  বারো কোটি টাকা ব্যয়ে   আসাম সরকার ও   অপলুস ইতেওবে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড  কোম্পানির যৌথ উদ্যোগে অটোমেটিক যানবাহন পরিবহনের ফিটনেস  পরীক্ষা করার কেন্দ্র উদঘাটন করেন।  এই কেন্দ্রে  ঘন্টায় দশটি যানবাহন ফিটনেস   পরীক্ষা করা যাবে ।  এর আগে বিশ্বনাথ ও যোরহাটে  যানবাহন ফিটনেস কেন্দ্র   উদঘাটন করা হয়।  এছাড়াও বদলপুর মঙ্গলদৈ ও বড়পেটাতে  এই যানবাহন ফিটনেস  পরীক্ষা করার কেন্দ্র  খোলার পরিকল্পনা চলছে । এতে সাধারণ মানুষ সঠিক পদ্ধতিতে যানবাহন ত্রুটি পরীক্ষা করতে সুবিধা লাভ করবে।

No comments

Powered by Blogger.