শক্তিপীঠ কামাখ্যা ধামে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, নিলেন মার আশীর্বাদ
গুয়াহাটি ৪ অক্টোবর নীলাচল পাহাড় স্থিত শক্তিপীঠ কামাখ্যা ধামে শনিবার সকালে মা কামাখ্যা দর্শন তথা পূজা অর্চনা করার জন্য পৌঁছলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব সঙ্গে ছিলেন তার সহধর্মিনী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মা কামাখ্যা দেবীর পূজা অর্চনা করে ও মন্দির দর্শন করে রাজ্য তথা দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন ।

No comments