পাণ্ডুতে রাজমহলের আদলে মণ্ডপ নির্মাণ, ও মাতৃপ্রতিমা উন্মোচন
গুয়াহাটি, ১৬ অক্টোবর: প্রতিবারের মতো এ বছরও পাণ্ডু রেস্ট ক্যাম্প আরবান ইয়ং অ্যাসোসিয়েশনের উদ্যোগে শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে রাজমহলের আদলে নির্মিত প্যান্ডেল, যার নকশা ও নির্মাণের দায়িত্বে রয়েছেন সঞ্জয় গুহ। এ বছর পূজা ২৮ বছরে পদার্পণ করেছে।
এবার পূজা কমিটির সভাপতি অসিত দে, সাধারণ সম্পাদক চন্দন দে ও দিলু পাল জানান, এবারের পূজার মোট বাজেট নির্ধারিত হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা। স্থানীয় প্রতিভাবান মৃৎশিল্পী বিক্রম পাল নির্মাণ করছেন নয় ফুট উচ্চতার শ্যামা মূর্তি। প্যান্ডেলটি আলোকসজ্জায় সজ্জিত করবেন পশ্চিমবঙ্গের সুপরিচিত আলোকশিল্পীরা। আগামী ২০ অক্টোবর মায়ের মূর্তি উন্মোচন করা হবে। তবে মূর্তি উন্মোচনের আগে মণ্ডপের সব আলো নিভিয়ে দেওয়া হবে জনপ্রিয় সংগীতশিল্পী প্রয়াত জুবিন গার্গের অকাল মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। পূজার আয়োজকরা জানিয়েছেন, এবারের পূজায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে না।
অন্যদিকে, পাণ্ডু কলেজ গেট মিশন পাড়া প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কালী পূজার আয়োজন করা হয়েছে। এই পূজা এবারে ৩৮ বছরে পদার্পণ করেছে। সভাপতি প্রদীপ নাথ, সাধারণ সম্পাদক রাজীব ভৌমিক ও ইন্দ্রজিৎ দে জানান, স্থানীয় শিল্পী বিক্রম পালই তৈরি করছেন ১০ ফুট উচ্চতার দেবীমূর্তি। মন্দিরের আদলে সাজানো হবে এই প্যান্ডেলটি। এবারের বাজেট নির্ধারণ করা হয়েছে সাড়ে দুই লক্ষ টাকা।
আগামী ২০ অক্টোবর মায়ের মূর্তি উন্মোচন করা হবে। উন্মোচনের পূর্বে প্রয়াত জুবিন গার্গকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এখানেও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না।
পাণ্ডুর দুই সংগঠনের এই ভাবগম্ভীর আয়োজন ও শ্রদ্ধার আবহে এ বছরের শ্যামা পূজা নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

No comments