Thursday, October 9, 2025

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের স্মারকলিপি উপাচার্য ননীগোপাল মহন্তর হাতে তুলে দেন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ।


 
গুয়াহাটি, ৯ অক্টোবরঃ  অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল গৌহাটি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ননীগোপাল মহন্তের পদত্যাগের দাবি জানিয়ে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উত্থাপিত একাধিক অভিযোগের তদন্তের স্বার্থে উপাচার্যর নৈতিক দায়িত্ব হিসেবে পদত্যাগ করার আহ্বান জানায়।

 উপাচার্যকে স্বয়ং সাক্ষাৎ করে এজেওয়াইসিপি একটি বিস্তারিত স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপির মাধ্যমে সংগঠনটি উপাচার্য অধ্যাপক ননীগোপাল মহন্তকে অবিলম্বে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার অনুরোধ জানায়।

এই দাবিপত্রটি উপাচার্যের হাতে সরাসরি তুলে দেন এজেওয়াইসিপি নেতারা। সংগঠনের সভাপতি পলাশ চাংমাই ও সাধারণ সম্পাদক বিজন বায়নের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অবস্থান স্পষ্টভাবে জানায়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও একাডেমিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে উপাচার্যের পদত্যাগই একমাত্র নৈতিক ও যুক্তিযুক্ত পদক্ষেপ।

এজেওয়াইসিপি আরও জানায় যে, আগামী দিনে এই স্মারকলিপির অনুলিপি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও পাঠানো হবে,।

No comments:

Post a Comment