কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বুঢ়াপাহাড় বনাঞ্চল পর্যটকের এর জন্য খুলে দেওয়া হল।
কালিয়াবর ১০ অক্টোবর - পর্যটকের জন্য খুলে দেওয়া হল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বুঢ়াপাহাড় বনাঞ্চল। শীঘ্রই শুরু করা হবে হাতি সাফারি। কাজিরাঙ্গা ডিভিশনাল ফরেস্ট অফিসার অরুনা বিগ্নেশ, সরকারি বন্ সংরক্ষণ জয়ন্ত দাস , রুবুল বড়ুয়া ও অন্যান্য বিশিষ্ট অফিসারদের উপস্থিতিতে ঘোড়াকাটি বুড়া পাহাড় জীপ সাফারি সংস্থার সহযোগে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বুঢ়াপাহাড় বনাঞ্চল ।

No comments