Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

দীপাবলিতে আলোর উৎসব উপলক্ষে মাটির প্রদীপ বিতরণ।


 
গুয়াহাটি  ১৯ অক্টোবর: ।শ্রীকান্ত ফাউন্ডেশন  প্রতিবছরের ন্যায় এবারও রবিবার দীপাবলিতে মাটির প্রদীপ  বিতরণ করে। গুয়াহাটি  পল্টান বাজারে এলাকায় গুয়াহাটি মিউনিসিপালিটি কর্পোরেশনের মেয়র মৃগেন শরনিয়া  মায়েদের হাতে প্রদীপ তুলে দিয়ে কার্যসূচির সূচনা করেন। তিনি বলেন এবার আমাদের সকলেই  প্রিয় শিল্পী  জুবীন গার্গের অকাল মৃত্যুতে এক  শোকা ময় পরিবেশের তৈরি হয়েছে ।  এই  শোকাময় পরিবেশে তিনি সবাইকে মাটির জ্বালিয়ে  দীপাবলি উদযাপন  করার অনুরোধ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.