ভারতীয় শিক্ষণ মন্ডলের উদ্যোগে ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তী পালন
গুয়াহাটি, ২৯ অক্টোবরঃ মহান সমাজসংস্কারক, শিক্ষাব্রতী ও স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারতীয় শিক্ষণ মন্ডলের পশ্চিম গুয়াহাটি ও জালুকবাড়ি শাখা যৌথভাবে বুধবার সন্ধ্যায় এক স্মরণসভা আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভারতীয় শিক্ষণ মণ্ডল (বি.এস.এম) পাণ্ডু আনন্দনগর স্থিত উত্তর আসাম প্রান্তের প্রান্তীয় কার্য্যালয়ে,
সভাটির সভাপতিত্ব করেন জালুকবাড়ি শাখার সভাপতি দুর্লভ পাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্গেশ্বর তালুকদার, দেবজানী পাটিকর এবং অনুদিতা রাহা। তাঁরা ভগিনী নিবেদিতার জীবন, আদর্শ, নারীশিক্ষা ও সমাজসেবায় তাঁর অনন্য অবদান নিয়ে গভীর আলোচনা করেন এবং তাঁর কর্মপ্রেরণাকে ভবিষ্যত প্রজন্মের মাঝে প্রসারিত করার আহ্বান জানান।
শিক্ষণ মন্ডলের অনেক সদস্যই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভার সাংস্কৃতিক পর্বে শ্রীমতী নারায়ণী রায় ও বেলা ধর চারটি সুললিত সংগীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানে এক পবিত্র ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষে দেশপ্রেমের উচ্ছ্বাসে সবাই একসঙ্গে “বন্দে মাতরম” গান গেয়ে সভার পরিসমাপ্তি ঘটে। সিস্টার নিবেদিতা ভারতে জন্মাননি ,কিন্তু ভারতের জন্য জন্মেছিলেন।তাঁর আদর্শ ও আত্মত্যাগের স্মৃতিতে অনুষ্ঠানটি সকলের মনে নতুন অনুপ্রেরণা জাগিয়ে তোলে।


No comments