শ্রীভূমি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চেক প্রদান মুখ্যমন্ত্রী
শ্রীভূমি ২৪ অক্টোবর --আসামে শ্রীভূমি জেলার রামকৃষ্ণ নগর বিধানসভা এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শুক্রবার এক অনুষ্ঠানে প্রত্যেক মহিলাকে ১০,০০০ টাকার চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে উপস্থিত ছিলেন আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় ও শ্রী কৌশিক রাই মহাশয় , রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়, সাংসদ শ্রী কৃপানাথ মাল্লাহ মহাশয় ও শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি শ্রী সঞ্জীব বণিক মহাশয় সহ ও অন্যান্য সদস্যরা।
এই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যামিতা অভিযান-এর আওতায় মোট ১৮,৭৪৫ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উপকৃত হবে।
অসমের উন্নয়নের পথে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোগ পতিদের শক্তিশালী করে তোলার ও তাদের ক্ষমতায়নের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


No comments