Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

আসাম চা আদিবাসী ছাত্র ইউনিয়নের নবম দ্বি-বার্ষিক কেন্দ্রীয় সাধারণ সম্মেলন


 

গুয়াহাটি  ১৯ অক্টোবর: আসাম চা অধিবাসী ছাত্র ইউনিয়নেরনবম দ্বি -বার্ষিক কেন্দ্রীয় সাধারণ সম্মেলনে অংশ গ্রহন করেন মুখ্যমন্ত্রী।


  তিনি রবিবার জোরহাটে অনুষ্ঠিত আসাম চা আদিবাসী মহিলা কমিটির উন্মুক্ত সভায়ও যোগদান করেন। আসাম চা আদিবাসী ছাত্র ইউনিয়ন (এ টি এস এ) প্রতিষ্ঠার পর থেকে এটাই আসামের জাতীয় জীবনের অন্যতম শক্তিশালী সংগঠন। চা আদিবাসীদের জন্য ন্যায়বিচারের দাবিতে এবং উপজাতিকে শিক্ষাগত, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।



No comments

Powered by Blogger.