Wednesday, October 29, 2025

পাণ্ডু বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দানোৎসব আয়োজন




গুয়াহাটি, ২৯ অক্টোবর:
প্রতি বছরের ন্যায় এ বছরও পাণ্ডু বৌদ্ধ বিহার সমিতি আয়োজিত করল পবিত্র কঠিন চীবর দানোৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় অনুষ্ঠানটি আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয় এবং গভীর ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়।

উৎসবের মূল উদ্দেশ্য হলো বৌদ্ধ ভিক্ষুদের ত্রি-চীবর দান করা। ধর্মগ্রন্থে বলা হয়েছে, এই চীবর নিজ হাতে প্রস্তুত ও অর্পণ করলে কায়িক, বাচনিক ও মানসিক পরিশ্রম অধিক ফলপ্রসূ হয়। তুলার বীজ বোনা থেকে শুরু করে তুলা সংগ্রহ, সুতা কাটা, গাছ-গাছড়ার ছাল বা ফল থেকে প্রাকৃতিক রঙ তৈরি করে কাপড় বোনা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়। বাঁশের তৈরি “বেইন”-এ একসঙ্গে চারজন কাপড় বোনেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শুদ্ধ নিয়ম মেনে প্রস্তুত এই ত্রি-চীবর ভিক্ষুদের হাতে অর্পণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে।

পাণ্ডু বৌদ্ধ বিহার সমিতির সভাপতি অভিজিত বড়ুয়া ও সাধারণ সম্পাদক জানান, উৎসবটি আগামী ২ নভেম্বর সকাল সূত্র পাঠের মাধ্যমে শুরু হবে। সকাল ৬টায় সমবেত উপাসনা, সকাল ৮টায় বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন এবং দুপুর ২টায় কঠিন চীবর উৎসর্গ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সমাপ্তি ঘটবে অনুষ্ঠানের। এছাড়া  রয়েছে সারাদিন  ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান।

সমিতির পক্ষ থেকে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই পবিত্র কঠিন চীবর দানোৎসবে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানানো হয়েছে

No comments:

Post a Comment