Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডু জয়মতি নগরে নাথ বাড়ির কালী পূজার ঐতিহ্যবাহী আয়োজন


 গুয়াহাটি, ১৫ অক্টোবরঃ পাণ্ডু জয়মতি নগরের নাথ বাড়িতে এবারও অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী কালী পূজা। পারিবারিক ভক্তি, আস্থা ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বিগত দুই দশক ধরে এই পূজা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

পরিবারের বর্তমান সদস্য সঞ্জয় নাথ পূজা আয়োজন প্রসঙ্গে বলেন, “আমাদের পূর্বপুরুষরা একসময় ছিলেন ভগবান শিবের উপাসক। তবে বৈষ্ণব ধর্ম যখন সমগ্র বাংলায় বিস্তার লাভ করে, তখন আমাদের পূর্বপুরুষগণ বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং রাধা-গোবিন্দের উপাসনা শুরু করেন।”

সঞ্জয়বাবু জানান, তাঁর প্রপিতামহ দ্বরিকা মোহন নাথ ও প্রমাতামহী ভারতেশ্বরী দেবী ছিলেন দৃঢ় বৈষ্ণব ধর্মানুরাগী। পারিবারিক আলোচনায় জানা যায়, তাঁদের সময়ে প্রতিদিন রাধা-গোবিন্দকে পাঁচ বেলা ভোগ নিবেদন করা হতো, এবং পরিবারের সকল সদস্য সেই অন্ন ভোগ গ্রহণ করতেন। ভোরে মঙ্গলারতি দিয়ে সেবার সূচনা হতো, আর সন্ধ্যারতি ও কীর্তনের মধ্য দিয়ে দিন শেষ হতো।

বিশেষ করে কার্তিক মাস, যা দামোদর মাস নামেও পরিচিত, সেই মাসে পূজা পালিত হতো অত্যন্ত জাঁকজমকের সঙ্গে। প্রতিদিন ভোরবেলা নগর-সংকীর্তন ছিল পারিবারিক রুটিনের অংশ। জন্মাষ্টমী, রাধাষ্টমী, দামোদর মাস ও গোবর্ধন পূজা ছিল পরিবারের প্রধান বৈষ্ণব উৎসব। গোবর্ধন পূজার দিনে অন্নকুট উৎসব বিশেষ গুরুত্ব পেত।

প্রমাতামহীর মৃত্যুর পর প্রপিতামহ দ্বরিকা মোহন নাথ সিদ্ধান্ত নেন যে, জীবনের অবশিষ্ট সময় তিনি বৃন্দাবনে কাটাবেন। তিনি রাধা ও গোবিন্দের মূর্তি সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলে যান, এবং আজও সেই মূর্তিগুলি সেখানে পূজিত হচ্ছে।

এই গভীর বৈষ্ণব ঐতিহ্যের মধ্যেই পরবর্তী প্রজন্মে এক নতুন দিশা এনে দেন পরিবারের বর্তমান সদস্য সঞ্জয় নাথ। পারিবারিক আলোচনা শেষে, জ্যেষ্ঠ দিদি অঞ্জলি দেবীর নেতৃত্বে ২০০৬ সালে প্রথমবারের মতো পাণ্ডু জয়মতি নগরে সঞ্জয় নাথের নিজ বাসভবনে দক্ষিণা কালী পূজার সূচনা হয়।

বিগত ২০ বছর ধরে এই পূজা অবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও শ্যামা বর্ণে দেবী দক্ষিণা কালী প্রতিষ্ঠিত হবেন। এ বছরের মূর্তির শৈল্পিক রূপ দান করছেন পাণ্ডুর খ্যাতনামা মৃৎশিল্পী রতন পাল। পূজা সন্ধ্যায় শুরু হয়ে গভীর রাতে সম্পন্ন হবে।

উল্লেখযোগ্য যে, নবপ্রজন্মের সদস্যরা সমান উৎসাহে পূজার যাবতীয় প্রস্তুতি ও আয়োজনের দায়িত্ব ভাগ করে নিচ্ছে। তাঁদের অংশগ্রহণে পারিবারিক মিলন ও ঐক্যের এক সুন্দর চিত্র প্রতিফলিত হয়। পূজার সমাপ্তিতে অনুষ্ঠিত হবে মহা প্রাসাদ বিতরণ, যেখানে স্থানীয় ভক্ত ও অতিথিরা অংশ নেবেন।

ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে নাথ পরিবারের এই কালী পূজা আজ শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, বরং পাণ্ডু জয়মতি নগরের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

No comments

Powered by Blogger.