Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

লক্ষীপূজায় ফুল-ফলের আকাশছোঁয়া দাম, বিপাকে সাধারণ ক্রেতারা



গুয়াহাটি, ৫ অক্টোবরঃ দুর্গাপূজার আনন্দ উৎসব শেষ হতেই শহরজুড়ে শুরু হয়েছে লক্ষ্মীপূজার প্রস্তুতি। দেবী লক্ষ্মীর আরাধনায় প্রয়োজনীয় ফুল, ফল ও পূজার সামগ্রীর চাহিদা হু হু করে বাড়ায় বাজারে লেগেছে অগ্নিমূল্য। ফলে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি গেন্ধা ফুলের মালার দাম ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে। পদ্মফুল প্রতিটি ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কলার খোল দিয়ে তৈরি নৌকার দাম ৩০০ থেকে ৪০০ টাকা। পূজায় অপরিহার্য বেলপাতাও হাতছাড়া হচ্ছে না—প্রতি মুঠো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়।

ফলের বাজারেও লেগেছে মূল্যবৃদ্ধির আগুন। আপেলের দাম প্রতি কিলো ১৫০ থেকে ২০০ টাকা, মুসব্বি ১০০ থেকে ১৫০ টাকা, মালভোগ কলা ৮০ থেকে ১০০ টাকা ডজন, আর চাপা কলা ৫০ থেকে ৮০ টাকা ডজন। প্রতিটি আখ ১০০ থেকে ১২০ টাকা, নারকেলও ১০০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। জাম্বুরার দাম প্রতি কিলো ৩০ থেকে ৫০ টাকার মধ্যে উঠানামা করছে।

সবজির বাজারেও একই চিত্র। আলু ২৫ থেকে ৩০ টাকা কিলো, ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা, কোয়াস (শসা) ৬০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকা, পটল ৮০ টাকা, আর টমেটো ৮০ টাকা কিলো বিক্রি হচ্ছে।

উৎসবের আমেজে বাজার জমজমাট হলেও, ক্রেতাদের অভিযোগ—দামে লাগাম নেই। বিক্রেতারা অবশ্য বলছেন, সরবরাহ কম আর চাহিদা বেশি হওয়ায় দাম বাড়া অস্বাভাবিক নয়। তবে একথা মানতেই হবে—এই লক্ষ্মীপূজায় পূজার সামগ্রী কিনতে গিয়ে সকলেরই যেন ঘাম ঝরছে পকেট থেকে!

No comments

Powered by Blogger.