Thursday, October 2, 2025

ব্রহ্মপুত্র ঘাটে মা দুর্গার মূর্তি বিসর্জন শুরু




গুয়াহাটি  ২ অক্টোবর:  প্রতিবছরের ন্যায় এবারও ব্রহ্মপুত্র  ঘাট, কাছারি ঘাট, লাচিত ঘাট, ও পাণ্ডু পোর্ট  ঘাটে, বৃহস্পতিবার দুপুর।থেকে দুর্গা প্রতিমা বিসর্জন  শুরু হয়েছে। সকাল থেকেই প্রতিটি ঘাটে  প্রাতিমা বিসর্জন দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল দেখার মতো।  পান্ডুর ঘাটে প্রথম প্রাতিমা  বিসর্জন করে  পাণ্ডু  ভারত সেবাশ্রম সংঘ।  পান্ডু ভারত সেবাশ্রমের  মহারাজ সুব্রত মহারাজ  সমস্ত ভক্তদের নিয়ে  বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করেন।

 

No comments:

Post a Comment