Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

ব্রহ্মপুত্র পার ঘাটে সূর্যর উপাসনায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।


 

গুয়াহাটি, ২৮ অক্টোবর: ভক্তি, আস্থা ও উৎসাহে ভরে উঠল ব্রহ্মপুত্র নদীর পাড়। সূর্যদেবের আরাধনায় জনসমুদ্রের সাক্ষী থাকল পাণ্ডু পোর্ট ঘাট ও মালিগাঁও অঞ্চলের বিভিন্ন স্থল। দুদিনব্যাপী ঐতিহ্যবাহী ছট পূজা অনুষ্ঠিত হল গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভক্তির আবহে।



বৃহত্তর পাণ্ডু-মালিগাঁও ছট পূজা সমিতি, পাণ্ডু পোর্ট ঘাটের সূর্য ষষ্ঠী ছট পূজা সমিতি ও  মালিগাঁও স্টেডিয়ামের নিকটে আয়োজিত শ্রী হনুমান ধার্মিক ছট পূজা সমিতি, পূব চুনচালি ছট পূজা সমিতি, মিলিতভাবে আয়োজন করে এই মহোৎসবের। ভোরবেলায় সূর্যোদয়ের প্রাক্কালে নদীপারে জমে ওঠে পুণ্যস্নান ও অর্ঘ্য দানের পবিত্র দৃশ্য। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবা নির্বিশেষে সকল ভক্ত সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন।

মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং পাণ্ডু পোর্ট ঘাটে উপস্থিত হয়ে সূর্যদেবের পূজা অর্চনা করেন। তিনি ভক্তদের সঙ্গে মিলিতভাবে আরাধনা সম্পন্ন করে সকল ছটভক্তকে আন্তরিক শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উৎসবের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে।


এছাড়াও, ভক্তরা জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভক্তি, সঙ্গীত ও সামাজিক সম্প্রীতির এই মিলনক্ষেত্রে ব্রহ্মপুত্র পাড়ের ঘাট জুড়ে দেখা যায় এক অনন্য পবিত্র ও আনন্দময় পরিবেশ। ছট পূজার এই মহোৎসব উত্তর-পূর্ব ভারতের ধর্মীয় ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে।




No comments

Powered by Blogger.