Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডু লোকো কলোনিতে জগদ্ধাত্রী পূজার পঞ্চম বর্ষ উদযাপন


 

গুয়াহাটি, ২৪ অক্টোবর: শারদীয় উৎসবের আবহে এবারও গুয়াহাটির পাণ্ডু লোকো কলোনির লোকনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে জগদ্ধাত্রী পূজা। প্রতিবছরের মতোই ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে ভক্তদের মিলনক্ষেত্র হয়ে উঠবে এই পূজামণ্ডপ। পূজার আয়োজক কমিটির সভাপতি দুলাল মজুমদার ও সাধারণ সম্পাদক হেমন্ত ভট্টাচার্য জানান, এ বছরে পূজা সকল  উদ্যোক্তাদের  নিয়ে পঞ্চম বর্ষপূর্তি  আয়োজন আরও বৃহত্তর পরিসরে করা হয়েছে।

মোট প্রায় ২,৫০,০০০ টাকার বাজেটে সাজানো হয়েছে এবারের পূজার আয়োজন। পূজা শুরু হবে ২৯ অক্টোবর এবং চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। মায়ের প্রতিমা গড়ার দায়িত্ব নিয়েছেন মৃৎশিল্পী ‘মাতৃ স্মৃতি শিল্পালয়’, যেখানে প্রতিমা তৈরির খরচ নির্ধারিত হয়েছে ১৬,৫০০ টাকা। পূজামণ্ডপ সজ্জার কাজে বরাদ্দ করা হয়েছে ৮৫,০০০ টাকা, আর আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের দায়িত্বে রয়েছেন লোকো কলোনির বাসিন্দা গোপাল দে, যার খরচ প্রায় ২৫,০০০ টাকা।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে পূজা কমিটি। আগামী ২৬ অক্টোবর, রবিবার, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাণ্ডু লোকনাথ মিশন প্রাঙ্গণে। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে ভাগ করা হয়েছে—

‘ক’ বিভাগ: প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত,

‘খ’ বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত,

‘গ’ বিভাগ: অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত।


এছাড়াও, পূজার প্রাঙ্গণে জনপ্রিয় গায়ক জুবিন গার্গ-এর প্রতিচ্ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে, যা পূজার বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। পূজার প্রতিটি দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকবে লোকনাথ মন্দির প্রাঙ্গণ।

স্থানীয় বাসিন্দারা জানান, এই পূজাকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। শিশু থেকে বৃদ্ধ—সকলেই এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে উদ্‌গ্রীব। পাণ্ডু লোকো কলোনির জগদ্ধাত্রী পূজা এখন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং স্থানীয় সম্প্রদায়ের ঐক্য, সংস্কৃতি ও আনন্দের প্রতীক হয়ে উঠেছে।

No comments

Powered by Blogger.