কাহিলীপাড়া কলোনির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে ঐতিহ্যবাহী ধুনুচি নাচে শ্যামাপূজার উজ্জ্বল আয়োজন
ছবি: শুভময় ভট্টাচার্য
গুয়াহাটি ২৩ অক্টোবর -- গুয়াহাটির কাহিলীপাড়া কলোনির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে একষট্টিতম শ্যামাপূজা। ক্লাবের সভাপতি অশুতোষ চন্দ, সহ-সভাপতি বীরেশ্বর রায় ও সম্পাদক বদল পালিতের নেতৃত্বে এই পূজা অনুষ্ঠিত হয়। সক্রিয় ক্লাব সদস্যদের পরিশ্রম ও উৎসাহে সাজানো এই পূজা মণ্ডপে ছিল শ্যামামায়ের আরাধনায় গভীর ভক্তি ও শিল্পের এক অনন্য সংমিশ্রণ। ঐতিহ্যবাহী “ধুনুচি নাচ”-এর মনোমুগ্ধকর পরিবেশনা উৎসবটিকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তোলে, যা দর্শকদের মুগ্ধ করে রাখে দীর্ঘক্ষণ।

No comments