Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডুর পুরনো স্টেশন কলোনি পেল সেরা দলের সম্মান;


 

পান্ডুঘাট বিসর্জন কমিটির ফলাফল ঘোষণা; পুরস্কার প্রদান অনুষ্ঠান ১২ অক্টোবর

গুয়াহাটি, ৬ অক্টোবর ::গুয়াহাটি মহানগরের পান্ডুঘাটে ব্রহ্মপুত্র নদীর পারে প্রতি বছর শারদীয় দুর্গোৎসবের শেষে দেবী প্রতিমা বিসর্জন দিতে আসা পূজা উদযাপন কমিটিগুলির মধ্যে কে কতটা শৃঙ্খলাপূর্ণভাবে প্রতিমা বিসর্জন দিতে পারে, সেই বিষয়টি নিয়ে প্রতি বছরই এক প্রতিযোগিতার আয়োজন করে পান্ডুঘাট বিসর্জন কমিটি।

 এবছর অসমের প্রাণের শিল্পী, জনগণের প্রিয় গায়ক জুবিন গার্গের অকাল মৃত্যু উপলক্ষে, প্রথমবারের মতো কমিটি সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধ রেখে কেবলমাত্র আধ্যাত্মিকতা ও মঙ্গলমূলক কর্মকাণ্ডের মধ্যেই দেবী বিসর্জন সম্পন্ন করা হয়।

২ ও ৩ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। পান্ডুঘাট বিসর্জন কমিটির সভাপতি নিমাই চন্দ্র দাস, কার্যকরী সভাপতি শ্যামল ভট্টাচার্য ও  সাধারণ সম্পাদক দ্বিজেন লহকরে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে —

প্রথম স্থান অর্জন করেছে পান্ডুর পুরনো স্টেশন কলোনি দুর্গা পূজা উদযাপন সমিতি, যারা পেয়েছে ২০ হাজার টাকা সহ “কমল দে স্মারক পুরস্কার” (দাতা: পান্ডুঘাট বিসর্জন সমিতি, পুরস্কারের দাতা: শ্যামল ভট্টাচার্য)।

দ্বিতীয় স্থান পেয়েছে গড়চুক পূজা উদযাপন সমিতি, যারা পেয়েছে ১৫ হাজার টাকা সহ “নিদ্রাপ্রভা লহকর স্মারক পুরস্কার” (দাতা: পান্ডুঘাট বিসর্জন সমিতি, পুরস্কারের দাতা: দ্বিজেন লহকর)।

তৃতীয় স্থান দখল করেছে পান্ডুর অরুণা সিনেমা হলের ইস্ট কামাখ্যা কলোনি দুর্গা পূজা উদযাপন সমিতি, যারা পেয়েছে ১০ হাজার টাকা সহ “আশু রঞ্জন স্মারক পুরস্কার” (দাতা: তন্ময় মোদক, পিতৃ বিমল কৃষ্ণ মোদকের স্মৃতিতে; পুরস্কারের দাতা: আশীষ সরকার)।

চতুর্থ স্থান পেয়েছে আজাদ হিন্দ ক্লাব পূজা উদযাপন সমিতি, যারা পেয়েছে “ঊষা রাণী কুন্ডু স্মারক পুরস্কার” (দাতা: শংকর কুন্ডু)।

পঞ্চম স্থান অর্জন করেছে রেস্টক্যাম্প কালীবাড়ি পূজা উদযাপন সমিতি, যারা পেয়েছে অসিত দেবের পিতা-মাতার স্মৃতিতে পুরস্কার।

ষষ্ঠ স্থান পেয়েছে বিবিসি চিলড্রেন পার্ক পূজা উদযাপন সমিতি, যারা লাভ করেছে “সুনীল কান্তি স্মারক পুরস্কার” (দাতা: অরিন্দম বরুয়া)।

সপ্তম স্থান দখল করেছে পান্ডু ৩ নম্বর কলোনি পূজা উদযাপন সমিতি, যারা পেয়েছে “মীনা বালা দাস স্মারক পুরস্কার” (দাতা: ধর্মেন্দ্র দাস)।

অষ্টম স্থান পেয়েছে আনন্দ নগর পূজা উদযাপন সমিতি, যারা লাভ করেছে “গৌরী ধর স্মারক পুরস্কার” (দাতা: রাজীব ধর)।

নবম স্থান অর্জন করেছে রিভার সাইড স্পোর্টিং ক্লাব, যারা পেয়েছে “প্রফুল্ল রঞ্জন দাস স্মারক পুরস্কার” (দাতা: রূপম দাস)।

এছাড়াও সান্ত্বনা পুরস্কার পেয়েছে প্যারামাউন্ট গ্র্যান্ড পূজা উদযাপন সমিতি।

এই বছর শ্রেষ্ঠ মিডিয়া পুরস্কার পেয়েছে নিউজ লাইভ টেলিভিশন চ্যানেল, যাদের সমাজকর্মী ভাইটি চৌধুরী নগদ ৫ হাজার টাকা সহ পুরস্কার প্রদান করবেন।

পান্ডুঘাট বিসর্জন কমিটির সাধারণ সম্পাদক দ্বিজেন লহকরে জানান, এই সকল পুরস্কার আসন্ন ১২ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় মালিগাঁও বরিপারার কর্মশ্রী হিতেশ্বর সইকিয়া প্রেক্ষাগৃহে আয়োজিত এক সভায় প্রদান করা হবে।

সেদিনের সভার সূচনা হবে জালুকবাড়ির খানামুখের প্রখ্যাত নামতি দল “জ্ঞানমালিনী বিকশিত নামতি দল”-এর পরিবেশনায়, যাঁরা জুবিন গার্গের গানের উপর ভিত্তি করে রচিত একটি দিহানাম পরিবেশন করবেন।

এছাড়া, পুরস্কারপ্রাপ্ত সকল পূজা উদযাপন সমিতির সর্বাধিক পাঁচজন কর্মকর্তা, বিসর্জন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ, এবং বিসর্জনের দুই দিন পান্ডুঘাটে সহযোগিতা করা পুলিশ ও প্রশাসনের সদস্যদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকতে উদ্যোক্তারা আহ্বান জানিয়েছেন।

No comments

Powered by Blogger.