Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মনোরঞ্জন সুর


  
  গুয়াহাটি ১১ অক্টোবর -  গুয়াহাটির পাণ্ডুর  বাসিন্দা বিশিষ্ট পরিচালক, চিত্রকার ও সমালোচক মনোরঞ্জন সুর না ফেরার দেশে চলে গেলেন।শিল্পীর বিয়োগে শোকাহত সবাই। 

 উল্লেখ্য যে ১৯৩১ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করে চিত্রনাট্যকার মনোরঞ্জন সুর।  তিনি রেলওয়েতে কর্মরত ছিলেন ।কর্মজীবনে তিনি গুয়াহাটি পান্ডুর রেল কোয়াটারে থাকতেন।  
 চাকরি থেকে  অবসর নেবার পর  মনোরঞ্জন বাবু শিল্পচর্চা নিয়েই থাকতেন। ১৯৮৮ সালে তিনি স্বেচ্ছা অবসর নেন ও পান্ডু থেকে  কলকাতায় চলে যান।
 উত্তরণ ও মৃত্যুহীন জীবন নামে দুটি অসমীয়া চলচ্চিত্রের পরিচালনা করেন মনোরঞ্জন সুর।

 বিগত  ৮ অক্টোবর কলকাতার দমদমে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে  মৃত্যুবরণ করেন তিনি।  মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৪ বছর।  গত জানুয়ারি মাসে মনোরঞ্জন বাবুর সহধর্মিনী পরলোক গমন করেন।  মৃত্যুর সময় তিনি  দুই পুত্র  রঞ্জন সুর  ও দীপাঞ্জন সুরকে রেখে যান।

No comments

Powered by Blogger.