Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

নবমীর সকালে বৃষ্টির দাপটে ম্লান পূজার আনন্দ


 গুয়াহাটি, ১ অক্টোবরঃ শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর আবহ এবার আবহাওয়ার প্রতিকূলতায় খানিকটা ম্লান হয়ে গেল। পূজার ক’দিন আগে থেকেই প্রচণ্ড তাপদাহে নাজেহাল হয়ে উঠেছিল সাধারণ মানুষ। অতিরিক্ত তাপমাত্রার কারণে বহু দর্শনার্থী পূজামণ্ডপে এসে অসুস্থ হয়ে পড়েন, এমনকি ঠাকুরের সামনে অঞ্জলি দেওয়া ও পূজা সম্পাদন করাও কঠিন হয়ে দাঁড়ায়।মহানগরের কয়েকটি প্যান্ডেলে কুলার ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছিল।

অষ্টমীর সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি আরও জটিল আকার নেয়। আসামের শিলচর ও আশেপাশের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়ের সৃষ্টি হয়। সেই ঝড়ে একাধিক পূজামণ্ডপ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, কোথাও- কোথাও  প্যান্ডেল ভেঙেও যায়। হঠাৎ তৈরি হওয়া এই বিপর্যয়ে পুজোর আবহকে বিষণ্ন করে তোলে।

নবমীর দিন সকাল থেকেই গুয়াহাটি ও আশেপাশের এলাকায় শুরু হয় টানা বৃষ্টি। বিগত বেশ কিছুদিন ধরে প্রচন্ড দাবদাহের পর হঠাৎ আসা এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও পুজোর আনন্দে  বড় রকমের ব্যাঘাত ঘটায়। শহরের রাস্তাঘাট ও বিভিন্ন মণ্ডল এলাকায় বৃষ্টির জল জমে যায়। তবে সৌভাগ্যের বিষয়, বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অতএব, এবারের নবমী বৃষ্টি ও ঝড়ের দাপটে পূজার আনন্দকে খানিকটা ফিকে করে দিলেও, ভক্তদের উচ্ছ্বাসকে পুরোপুরি নিভিয়ে দিতে পারেনি। মা দুর্গার আরাধনায় মানুষের ভক্তি ও আন্তরিকতা এখনো সমানভাবে জ্বলজ্বল করছে।

No comments

Powered by Blogger.