Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

সাগর হাউসিং কমপ্লেক্সে কুড়িতম দুর্গোৎসব : ঐতিহ্যের আলোয় ভক্তিময় আবহ


গুয়াহাটি, সেপ্টেম্বর ২২ : প্রতিবারের ন্যায় এবছরও একশো আটটি ফ্ল্যাটের সম্মিলিত উদ্যোগে সাগর হাউসিং কমপ্লেক্সে আয়োজিত হচ্ছে দুর্গাপূজা। এবারের পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আবাসনের পূজা পা দিল কুড়িতম বছরে। দুই দশকের দীর্ঘ যাত্রায় এই পূজা আবাসনের বাসিন্দাদের হৃদয়ে মিলনমেলা ও আনন্দোৎসবের প্রতীক হয়ে উঠেছে।

এবারের পূজা কমিটির সভাপতি মৌসুমি সেনগুপ্ত, সম্পাদক সুলয় কুমার চন্দ এবং কোষাধ্যক্ষ দেবজিৎ সেনগুপ্ত। পূজা কমিটি জানিয়েছে, এবছরের প্রতিমার ব্যয়ভার বহন করছেন আবাসিকার পক্ষ থেকে কাবেরী চৌধুরী। দেবীর মৃন্ময়ী প্রতিমায় থাকছে চিন্ময়ী রূপ, শোলার (ডাকের) সাজে সজ্জিত হয়ে দেবী পদার্পণ করবেন। প্রতিমা নির্মাণ করেছেন আমিনগাঁয়ের এক খ্যাতনামা মৃৎশিল্পী।

প্যান্ডেল ও আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন ধ্রুব সাহা, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আলোকসজ্জার দায়িত্বে থাকছেন শিবু দেবরায়।

২৭ সেপ্টেম্বর, পঞ্চমীর দিন, আয়োজিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান “মাতৃ বন্দনা”। নৃত্য-গীতি আলেখ্যের মাধ্যমে দেবীমার রূপ উন্মোচন করবেন আবাসনের প্রবীণ আবাসিকা দিপালি চৌধুরী।

পূজার দিনগুলোকে প্রাণবন্ত করে তুলতে প্রতিদিনের আয়োজনে থাকছে মহিলাদের ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং আরতি প্রতিযোগিতা। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির সুষ্ঠু পরিচালনার দায়িত্বে থাকবেন সাংস্কৃতিক সম্পাদিকা ড. দিপি দে বোস।

সাগর হাউসিং কমপ্লেক্সের এই কুড়িতম দুর্গোৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আবাসনের ঐক্য, সংস্কৃতি ও ভক্তির প্রতিচ্ছবি হিসেবে এবছরও মালিগাঁওবাসীর কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

No comments

Powered by Blogger.