Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মন্ডপে জুবিন গার্গের প্রতিছবি রাখার অনুরোধ জুবিন অনুরাগীদের।

 

গুয়াহাটি  ২১ সেপ্টেম্বর : আসাম তথা বিশ্ব বিখ্যাত কন্ঠ শিল্পী ও যুব প্রজন্মের হার্ট থ্রব  প্রয়াত জুবিন গার্গের অকাল মৃত্যুতে   মর্মাহত জুবিন যুব অনুরাগীরা ।   আসাম সহ ভারতের সমস্ত শিল্পীরাই জুবিনের মৃত্যতে শোকাহত। এই  শোকময় পরিবেশে শনিবার সন্ধ্যায় পান্ডু সনাতন দেবালয় ও সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অজয় চক্রবর্তীর সহযোগে সনাতন দেবালয় প্রাঙ্গনে জুবিনের গার্গের বিদেহী   আত্মার  চির শান্তির কামনয় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
  এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন সমাজসেবক দ্বিজেন লহকর,  শ্যামল ভট্টাচার্য , পিয়াল শঙ্কর দে ও  এলাকার বিশিষ্ট প্রবীণ নাগরিক সুশীল কুমার দত্ত ।

 
  শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অনুরাগীরা এক মিনিট মৌণতা অবলম্বন করে  জুবিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।  বিশিষ্ট অতিথিরা  জুবিনের সম্মানার্থে আসন্ন দুর্গাপূজায় সমস্ত পূজা মন্ডপে জুবিন গার্গের  প্রতিচ্ছবি  রাখার জন্য   অনুরোধ জানায়। যাতে পূজা  মন্ডপে দর্শনার্থীরা প্রবেশ করলেই জুবিন গার্গেকে  শ্রদ্ধাঞ্জলি জানাতে পারে।  এর পর জুবিন অনুরাগী বিশিষ্ট গায়ক রুপম চক্রবর্তী জুবিনের  একটি কবিতা পড়ে সকলকে  শুনান।   
 

 

পরে এক -এক করে সমস্ত অনুরাগীরা প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি দিয়ে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
 এর সাথে সঙ্গতি রেখে  সনাতন দেবালয় থেকে জুবিন  গার্গের প্রতিচ্ছবি নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়।  এই শোভাযাত্রা সনাতন দেবালয় থেকে শুরু হয়ে মালিগাঁও এলাকা ঘুরে পুনরায় সনাতন দেবালয়ে গিয়ে শেষ হয়।


 

No comments

Powered by Blogger.