পাণ্ডু আজাদ হিন্দ ক্লাবে দুর্গাপূজা : নারী শক্তির মাধ্যমে মায়ের রূপ উন্মোচন
গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বরঃ পাণ্ডু আজাদ হিন্দ ক্লাবের ঐতিহ্যবাহী দুর্গাপূজা এ বছর ৭৩ বছরে পদার্পণ করল। শনিবার পঞ্চমীর দিন এক বিশেষ আবেগঘন পরিবেশে মায়ের রূপ উন্মোচন করা হয়। বর্তমান সমাজে নারী ও শিশু নির্যাতনের বিষয়কে সামনে রেখে এ বছরের পূজার মূল থিম নির্ধারণ করা হয়েছে। নারী শক্তিকে প্রাধান্য দিয়ে মায়ের রূপ উন্মোচন করেন গুয়াহাটির লাল গণেশের আনন্দ মার্গ আশ্রমের অবধুতিকা আনন্দ প্রদীপ্তা আচার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক কল্লোল চক্রবর্তী, সিমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজার রাজেশ শ্রীবাস্তব, ক্লাবের সভাপতি এন.সি. সূত্রধর, সাধারণ সম্পাদক চিরঞ্জীব বর্মনসহ আনন্দ মার্গ আশ্রমের শিশু ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মায়ের রূপ উন্মোচনের আগে প্রথমেই প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মায়ের উন্মোচন পর্বে আবেগে ভেসে যায় উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা।
পাণ্ডু আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপূজা বরাবরই সামাজিক বার্তা বহন করে এসেছে। এ বছর নারী শক্তি ও সুরক্ষার বার্তা সামনে এনে ক্লাবটি শুধু পূজো নয়, সমাজসচেতনতারও এক দৃষ্টান্ত স্থাপন করল। ভক্তদের মতে, এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে।


No comments