Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

বিশাল হাউসিং কমপ্লেক্সে ১১তম বর্ষের দুর্গোৎসবের জাঁকজমক প্রস্তুতি


 

গুয়াহাটি, সেপ্টেম্বর ২২ : মালিগাঁওয়ের বিশাল হাউসিং কমপ্লেক্সে আসন্ন দুর্গোৎসবকে ঘিরে জমে উঠেছে প্রস্তুতি। এবারে হাউসিং কমপ্লেক্সের মোট ৭০টি ফ্ল্যাটের বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম বর্ষের পূজা। এবারের প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন পান্ডুর খ্যাতনামা শিল্পী  বিক্রম পাল। মা দুর্গা এবারে ‘চিন্ময়ী’ রূপে আবির্ভূতা হবেন। প্রতিমা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫,০০০ টাকা।

প্যান্ডেল নির্মাণ করবেন  সঞ্জয় গুহ। তাঁর তত্ত্বাবধানেই তৈরি হবে নান্দনিক প্যান্ডেল, যার জন্য খরচ নির্ধারিত হয়েছে ৪৫,০০০ টাকা। একই সঙ্গে আলোকসজ্জার দায়িত্বও পালন করবেন তিনি, এবং এর জন্য ব্যয় হবে ২০,০০০ টাকা। পূজায় ঢাকি থাকারও ব্যবস্থা করা হয়েছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলবে।

পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। উদ্বোধনী দিনে থাকছে নাগারা নামের বিশেষ পরিবেশনা। শুধু তাই নয়, প্রতিদিনই সন্ধ্যায় আবাসিকদের উদ্যোগে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনের মাধ্যমে ছোট-বড় সবাইকে একত্রিত করে তোলার চেষ্টা করা হবে। যদিও এবছরের প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আয়োজন হলে বাসিন্দাদের জানানো হবে বলে জানিয়েছে কমিটি।

উৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সভাপতি সনৎ রায় এবং সাধারণ সম্পাদক  সুকান্ত রায়। তাঁদের আন্তরিক প্রচেষ্টায় এবারের দুর্গোৎসব আরও সমৃদ্ধ ও আনন্দঘন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

মালিগাঁওয়ের বিশাল হাউসিং কমপ্লেক্সের এই মহোৎসব কেবল বাসিন্দাদের মিলনমেলা নয়, বরং এক অনন্য সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠছে।

No comments

Powered by Blogger.