রেস্ট ক্যাম্প কালীবাড়ির : ময়ূর মহল থিমে পঞ্চমীর দিন মায়ের রূপ উন্মোচন
ছবি: শুভময় ভট্টাচার্য
গুয়াহাটি ২৮ সেপ্টেম্বরঃ পাণ্ডু–মালিগাঁও অঞ্চলের অন্যতম বড় বাজেটের পূজা রেস্ট ক্যাম্প কালীবাড়ি দুর্গাপূজা এ বছর পা দিল ৭৭ বছরে। শনিবার পঞ্চমীর দিন এক মহোৎসবমুখর পরিবেশে মায়ের রূপ উন্মোচনের মধ্য দিয়ে পূজার সূচনা হয়। এবারের থিম ছিল বর্ণময় “ময়ূর মহল”, যা দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
উদ্বোধনের আগে সকলেই প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর পূজা কমিটির প্রবীণ সদস্য অসিত মোহন রায় মায়ের রূপ উন্মোচন করেন। প্রদীপ প্রজ্জ্বলন করেন এন.এফ. রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব, সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী। উদ্বোধনী অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।
প্রবীণ শিল্পী জীবন রায় ঐতিহ্যবাহী চণ্ডীপাঠ করে অনুষ্ঠানে ভক্তিময় আবহ সৃষ্টি করেন। বিকাশ ভাওয়ালের নেতৃত্বে শিল্পীবৃন্দ মা আগমনী গান পরিবেশন করেন, যেখানে তবলায় সহযোগিতা করেন দেবাশীষ ভট্টাচার্য ও বাঁশিতে সুর তোলেন প্রসন্ন বড়ুয়া। এই সুরেলা পরিবেশনা ভক্তদের মনকে আবেগে ভরিয়ে তোলে।
বিশেষ মুহূর্ত হিসেবে, সংসদ সদস্য ভুবনেশ্বর কলিতা স্মরণিকা সম্পাদক দীপক ভদ্রের সঞ্চালনায় পূজার স্মরণিকা উন্মোচন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জুবিন গার্গের জনপ্রিয় গান মায়া বিনি গেয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
রেস্ট ক্যাম্প কালীবাড়ির পরিচালনায় রবিবার ষষ্ঠীর দিন দুর্গাপূজা উপলক্ষে সকাল থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা করা হয় প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এছাড়া মহিলাদের মধ্যে আলপনা প্রতিযোগিতা হয় অর্ধশতাব্দী মহিলারা এই প্রতিযোগিতায় অংশ নেয়।





No comments