Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

সোশ্যাল মিডিয়াতে জুবিন গর্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সহিত বিভিন্ন সংগীতশিল্পীরা

 

 গুয়াহাটি  ২০ সেপ্টেম্বর: জনপ্রিয় সংগীত শিল্পী তথা যুব প্রজন্মের হার্ট থ্রব জুবিন গর্গের  আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 সোশ্যাল মিডিয়ায়  অসমীয়া ভাষাতে তিনি লিখেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিনগর্গের আকস্মিক মৃত্যুতে আমি স্তম্ভিত। সঙ্গীত জগতের তার অবিস্মরণীয় অবদান  চিরকাল মনে থাকবে। তার গান সবার প্রিয়। পরিবারের প্রতি গভীর সমবেদনা।জুবিনের গান কোটি কোটি মানুষের মনে অনুপ্রেরণা ও ভালোবাসা জাগিয়েছে।জুবিনের অকাল প্রয়াণ ভারতীয় সংগীত জগতের অপূরণীয় ক্ষতি।

সমবেদনা জ্ঞাপন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে জুবিন সঙ্গীতের জাদুতে  বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে মুগ্ধ করতে পারত। জুবিন আমাদের মাঝে সবসময় জীবিত থাকবে।সে যেখানে  থাকুক ভালো থাকুক

শোক প্রকাশ করেছেন আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।জুবিনের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন।শোক বার্তাতে তিনি বলেছেন যে জুবিন অসমের  সাংস্কৃতিক ধরোহরের এক মহান স্তম্ভ ছিল। অসমীয়া কলা সংস্কৃতিকে সমৃদ্ধশালী করতে তার যোগদান অবিস্মরণীয়। তার মৃত্যু অসমবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ  সোনোয়াল। তিনি বলেন যে একটা বর্ণিল যুগের অবসান হল। জুবিনের মৃত্যু আসামের সঙ্গীত জগতের এক অপরুনীয় ক্ষতি।

সমবেদনা প্রকাশ করেন জিৎ গঙ্গোপাধ্যায়। বাংলায় জিতের হাত ধরে জুবিন কাজ শুরু করেছিলেন। জিৎ বলেছেন আমার 30 বছরের বাচ্চাটা চলে গেল।

সংগীত শিল্পী বিপিন চাওদাঙ্গ বলেছেন,ভাষা নেই ,ভবিষ্যতে তার মতো কণ্ঠশিল্পী আর  দ্বিতীয় জন হবে না। আমার লেখা অনেক বিহু গীত জুবিন গেয়েছিল। 


কণ্ঠশিল্পী কৃষ্ণমনি চুতিয়া বলেছেন,ভূপেনদার পরে সংগীতের প্রতিভা থাকা ব্যক্তিই জুবিন গর্গ।জুবিনের মতো শিল্পী একশ বছরে একবার দুবার জন্ম হয় ।
 

শান লিখেছেন, জুবিন সত্যিই একজন রাজা।


পাপন লিখেছেন, এটি ভীষণই দুঃখজনক। এক প্রজন্মের কণ্ঠ এত তাড়াতাড়ি হারিয়ে গেল। ভাষাহীন হয়ে পড়েছি। হারালাম এক বন্ধুকে, হারালাম এক ভাইকে।

প্রিতম, যিনি জুবিন গার্গের সঙ্গে গ্যাংস্টার ছবির জন্য ‘ইয়া আলি’ গানটিতে কাজ করেছিলেন, তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজে লিখেছেন—
“জুবিন গার্গের একটি দুর্ঘটনায় প্রাণ হারানো সত্যিই সবচেয়ে ভয়াবহ এবং দুঃখজনক খবর।”

বিশাল দাদলানি লিখেছেন, “আমি বিশ্বাসই করতে পারছি না।”


 মমতা বন্দ্যোপাধ্যায়ও জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।তিনি লিখেছেন তুমি আমাদের হৃদয়ে থাকবে। তোমার গান অমর। গান আমাদের লড়তে শেখায় ,বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবাহমান থাকুক।


রাহুল গান্ধী লিখেছেন জুবিন ব্যক্তিগত দুঃখ কষ্টকে ব্যতিক্রম করে  অসমের সঙ্গীতের ক্ষেত্রকে এক নতুন রূপ দিয়েছিলেন।

 অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ বলেন প্রত্যেক অসমীয়ার হৃদয়ের গৌরব এবং আপনজন ছিল জুবিন গর্গ। এই দুঃসংবাদে আমরা বাকরুদ্ধ তার অকাল প্রয়াণে আমরা সঙ্গীত জগতের এক অপূর্ব রত্নকে হারালাম, আর হারালাম এক আত্মভিমানী অসমীয়া ব্যক্তিত্বকে। 

No comments

Powered by Blogger.