Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

দাবা বোর্ডের ছকে সেজে উঠবে পান্ডু তরুণ সংঘের দুর্গোৎসব

 

গুয়াহাটি,  ২৫ সেপ্টেম্বরঃ পান্ডু তরুণ সংঘ সার্বজনীন দুর্গাপূজা, এই এলাকার সবচেয়ে প্রাচীন পূজা, এবারে পা দিল ৪৯ বছরে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে নবপ্রজন্ম মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ এই মোবাইল ব্যবহার করে অর্থ উপার্জনের পথ খুঁজে পাচ্ছে, আবার কেউ মোবাইল ব্যবহার করে সময় নষ্ট করছে।

দাবা একটি কৌশলগত বোর্ড গেম। এই খেলাটি মূলত কৌশল, ধৈর্য ও মানসিক শৃঙ্খলার উপর নির্ভরশীল। বর্তমানে ভারতবর্ষে এই খেলার মাধ্যমে বহু খেলোয়াড় সাফল্য অর্জন করেছেন। যুবসমাজের মধ্যে এই খেলা আরও ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই তরুণ সংঘ ক্লাব এবারের থিম হিসেবে দাবা বোর্ডকে বেছে নিয়েছে।

পূজা কমিটির সভাপতি অঙ্কুর পাল ও সাধারণ সম্পাদক অমিত সরকার জানান, এবারের পূজার বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা। প্রতিমা নির্মাণ করবেন গৌরাঙ্গ পাল, যার খরচ পড়বে প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা। কলকাতার চন্দননগর থেকে আনা হবে আলোকসজ্জা, এর খরচ প্রায় দুই লক্ষ টাকা। প্যান্ডেল নির্মাণে খরচ হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। ডাকিরা আসবেন কুচবিহার থেকে। ২৭ তারিখ পঞ্চমীর দিন মায়ের প্রতিমা উন্মোচন করা হবে।

জুবিন গার্গের অকাল প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সরকারের নিয়মনীতি অনুযায়ী সিসি ক্যামেরা ও সুরক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন অনুষ্ঠিত হবে দাবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং এর জন্য থাকছে বিশেষ পুরস্কারের আয়োজন। 

No comments

Powered by Blogger.