নারী ও শিশু সুরক্ষা থিমে পাণ্ডু আজাদ হিন্দ ক্লাবের ৭৩তম দুর্গোৎসব পূজা।
গুয়াহাটি ,২৩ সেপ্টেম্বরঃ প্রতি বছরের মতো এবছরও ব্যতিক্রমী চিন্তাধারাকে সামনে রেখে পান্ডু আজাদ হিন্দ ক্লাবের ৭৩তম বর্ষের দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি জোরকদমে চলছে। পূজা কমিটির সভাপতি এন.সি. সূত্রধর ও সাধারণ সম্পাদক চিরনঞ্জিব বর্মন জানান, বর্তমান সমাজে নারী ও শিশুদের সুরক্ষার গুরুত্ব বিবেচনা করে এবারের থিম নির্ধারণ করা হয়েছে— “চাই না হতে সংহার, বাঁচতে চাই আমিও হয়ে এক নারী।”
উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী প্যান্ডেলে নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হবে। প্যান্ডেল নির্মাণের দায়িত্ব নিয়েছেন রাজদীপ ডেকোরেটর। দেবী মায়ের প্রতিমা গড়বেন মৃৎশিল্পী রমেন পাল ও অমিত প্রামানিক, যার নির্মাণ ব্যয়ে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা ব্যয় হবে। আলো-সজ্জার দায়িত্বে রয়েছেন আলোক শিল্পী মানিক দাস, যিনি আলোর বাহারে প্যান্ডেলকে রূপ দেবেন অনন্য শোভায়।
পঞ্চমীর দিন এক বিশিষ্ট ব্যক্তির হাতে হবে দেবী মায়ের মুখ উন্মোচন। এছাড়াও কুচবিহার থেকে আগত ঢাকিদের দল ঢাকের তালে মাতিয়ে তুলবে সমগ্র পরিবেশকে। নারী সুরক্ষার মতো গুরুতর সামাজিক বার্তা ও শিল্পকলা মিলে এবারের দুর্গোৎসবকে ঘিরে বাড়ছে দর্শনার্থীদের প্রত্যাশা। সরকারের নিয়মনীতি সিসি ক্যামেরা ও সিকুরিটি ব্যবস্থা করা হবে। সন্ধ্যায় আরতি করা হবে।


No comments