Wednesday, September 17, 2025

ভারত সরকারের সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের উদ্বোধন দুল্লভছড়ায়


শ্রীভূমি ১৭ সেপ্টেম্বর, ২০২৫ : শ্রী ভূমি জেলার দুল্লভছড়া মডেল সরকারি চিকিৎসালয়ে বুধবার সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের উদ্বোধন করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। তিনি জনগনকে সরকারের এই অভিযানের সুবিধা গ্ৰহন করার আবেদন জানান। শ্রী ভূমির অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা. মতিন্দ্র সূত্রধর এই অভিযানের বিষয়ে অবগত করান। তিনি উল্লেখ করেন ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রতিটি মহিলার কান, নাক, মধুমেহ, দাঁত, রক্তচাপ, যক্ষ্মা, কর্কট রোগ, গর্ভবতী নারীর জন্য প্রসব পূর্ব পরীক্ষা করা হবে।

 বুধবার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের পরীক্ষা করেন শ্রীভূমি জেলা সদরের চিকিৎসক ডা. শুভদ্বীপ ভট্টাচার্য, ডা. নীলাদ্রি শেখর দাস। রোগীদের ফলমূল বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক জয়দেব দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইমুনাইজেশন আধিকারিক ডা. শুভাশীষ দেব, ডা. অরুণ কুমার সিনহা,বাবুল ভৌমিক প্রমুখ ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন দুল্লভছড়া মডেল চিকিৎসালয়ের ম্যানেজিং কমিটির সদস্য চন্দ্রকান্তি সিনহা।

 

 

 
সুদীপ দাস


 

No comments:

Post a Comment