Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

দেবিপক্ষের সূচনা,আজ মহালয়া, সকাল থেকেই মহানগরের ঘাটে - ঘাটে তর্পণেও জুবিনের মৃত্যুর শোকের ছায়া


 
গুয়াহাটি  ২১ সেপ্টেম্বর : মায়ের আগমনীর বার্তা নিয়ে  চণ্ডীপাঠের সুরে জেগে উঠলো মহালয়ার সকাল । প্রতিবছর ন্যায় এবারও মহানগরের ঘাটে ঘাটে ত তর্পনের জন্য ভিড় দেখা গেছে। ।

পান্ডু ঘাটও এর ব্যতিক্রম হয়নি। পান্ডুর ব্রহ্মপুত্রের ঘাটে  তিল তর্পণের জন্য   পুন্যার্থীরা  ভিড় জমিয়েছে।  কিন্তু  অন্যবারের তুলনায় এবারের ভিড় অনেক কম।


প্রতিবছর মহালয়ের  দিন তিল তর্পনের জন্য পান্ডু ঘাটে  লোকেদের উপছে পরা ভিড় দেখা যায়। এদিন গুয়াহাটির আসে পাশের  এলাকা থেকেও অনেক লোকেরা   ব্রহ্মপুত্র পার ঘাটে স্নান করতে ভিড় জমায়। 


এই  মহালয়কে কেন্দ্র করেই ক্ষুদ্র ব্যবসায়ীদের খাবার ও খেলনার দোকানের পসরা সাজিয়ে বসে।
 কিন্তু এবার  জুবিন গর্গের অকাল মৃত্যুর  শোকের প্রভাব পড়েছে   মহালয়ের তিল তর্পণনেও। এবার  ঘাটে তিল তর্পনের জন্য তেমন ভিড় দেখা যায়নি । স্থানীয় লোকদের কিছু ভিড় দেখা গেছে।

 



No comments

Powered by Blogger.