Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

" বিক্রমাদিত্য" ’ভারতীয় নৌবাহিনীর গর্ব থীমে গড়ে উঠবে পাণ্ডু বিবিসি কলোনির নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎস



গুয়াহাটি   ১৯  সেপ্টেম্বর:২৫:  আইএনএস "বিক্রমাদিত্য "পাণ্ডু বিবিসি কাঁচা মাঠের নেতাজি পার্ক সার্বজনীন দুর্গা পূজা কমিটি এবছরে থিম হিসেবে বেছে নেওয়া হয় । এবার পূজার বাজেট নির্ধারণ করা হয়েছে ২৫ লক্ষ টাকা।

প্রতিমা নির্মাণের দায়িত্বে আছেন শিল্পী উপেন পাল। লোকশিল্পময়, রঙিন-প্রতীকী আঙ্গিকে দেবী দুর্গার প্রতিমা। অন্যদিকে প্যান্ডেল সাজাচ্ছেন রাজু বরুয়া।  চমকপ্রদ আইএনএস বিক্রমাদিত্য-র প্রতিরূপ, যা হবে এই পূজার মূল আকর্ষণ। আলোকসজ্জার দায়িত্ব নিয়েছেন বিকি কুচবিহারের মাথাভাঙা থেকে আসছেন ঢাকিরা, যারা ঢাকের বাদ্যিতে মাতিয়ে তুলবেন পরিবেশ।

আগমনী অনুষ্ঠানের মাধ্যমে ২৭শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পূজা।  বিশিষ্ট ব্যক্তির দ্বারা  মায়ের রূপ উন্মোচন করা হবে।  সঙ্গে থাকবে পূজা কমিটির সদস্যরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । 

কমিটির সভাপতি বিকাশ দাস ও সম্পাদক দীপঙ্কর মজুমদারের নেতৃত্বে এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে এলাকায় বইছে উৎসবের হাওয়া। শারদীয়ার আগমনী সুরে ভরে উঠতে চলেছে নেতাজি  স্পোর্টিং ক্লাব

No comments

Powered by Blogger.