Saturday, September 20, 2025

পাণ্ডু কামাখ্যা কলোনির গণেশ মন্দিরের মহিলা কমিউনিটি প্রয়াত জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান


গুয়াহাটি  ২০ সেপ্টেম্বর  আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী,গীতিকার, সংগীতকার অভিনেতা জুবিন গর্গের  শুক্রবার দুপুরে অকাল মৃত্যু  আসামবাসীর মাঝে খবর পৌঁছানোর সাথে সাথে  শিল্পী মহল সহ  অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারই সাথে সঙ্গতি রেখে  কামাখ্যা কলোনির গণেশ মন্দিরের  মহিলা কমিউনিটি  ও জুবিন অনুরাগীরা মোমবাতি ও সদ্য প্রয়াত জুবিন গর্গের  ছবি হাতে নিয়ে  শোকযাত্রা করেন।  এই শোকযাত্রায়  প্রায়  শতাধিক মহিলা ও  জুবিন অনুরাগীরা অংশ করেন।  এই শোক যাত্রা কামাখ্যা  কলোনিতে থেকে বের হয়ে  মালিগাঁও থেকে পুরা পুনরায়  কামাখ্যা কলোনিতে গিয়ে শেষ হয়।

 

No comments:

Post a Comment