গুয়াহাটি ২০ সেপ্টেম্বর আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের শুক্রবার অকাল মৃত্যুতে আসাম সহ ভারতবর্ষে শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে। তারই সঙ্গতি রেখে চিরনুতন" সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় পান্ডু জয়মতী নগরে সঙ্গীতের কিংবদন্তি জুবীন গর্গকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।


No comments:
Post a Comment