জুবিন গর্গের অন্তিম যাত্রায় গুয়াহাটি মহানগরের রাজপথ জনসমুদ্র পরিণত
ছবি: শুভময় ভট্টাচার্য
গুয়াহাটি ২১ সেপ্টেম্বর : স্বভূমিতে এসে পৌঁছল জুবিনের নশ্বর দেহ। শনিবার রাত এগারোটা বেজে ৩২ মিনিটে জুবিন গর্গের নশ্বর দেহ সিঙ্গাপুর থেকে নতুন দিল্লিতে এসে পৌঁছায়। দিল্লির বিমানবন্দরে
মরদেহ বুঝে নিতে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ও সাথে ছিলেন রাজ্যের বিদেশমন্ত্রী মন্ত্রী পবিত্র মার্গারীটা।
নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সেরে রাত দুটার সময় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় আসমের প্রিয় পুত্র জুবিনের নশ্বর দেহ।
সেসময় গুয়াহাটির বরঝাড় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা ও জুবিন গর্গের সহধর্মিনী গরিমা শইকিয়া গর্গ । প্রিয় শিল্পী কে বরঝাড় বিমানবন্দর থেকে পুষ্প সজ্জিত বাহনে ভিআইপি পথ দিয়ে নিয়ে আসা হয় । রাস্তায় অসংখ্য অনুরাগীরদের সাথে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শেষ বারের মত যুব প্রজন্মের হার্ট থ্রবকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।রাতেই একবার শুধু নিজের চোখে জুবিনকে দেখার জন্য অনুরাগীদের ভিড় উপচে পড়ে। অবশেষে জুবিনের কাহিলি পাড়া স্থিত বাস ভবনে নশ্বর দেহকে নিয়ে আসা হয়।উল্লেখ্য যে কাহিলি পাড়ায় রাতের থেকে অনুরাগীতে ভিড় ছিল দেখার মতো।

No comments