Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

কিরণ হাউসিং কমপ্লেক্সে দুর্গোৎসবের চতুর্থ বর্ষ : ঐতিহ্য আর আনন্দের মেলবন্ধন


 

গুয়াহাটি, সেপ্টেম্বর ২০২৫ : আটচল্লিশটি ফ্ল্যাটের সমন্বয়ে গঠিত কিরণ হাউসিং কমপ্লেক্সে দুর্গাপূজার মহোৎসব শুরু হতে চলেছে। এবারের পূজা পা দিল চতুর্থ বর্ষে। অল্প কয়েক বছরের মধ্যেই এই পূজা আবাসনের ভেতরে এক বিশেষ মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।

এবারের পূজা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন গোপা দাসগুপ্ত এবং সম্পাদক সীমা রায়। কোষাধ্যক্ষ সীমা দেব জানিয়েছেন, এবারের প্রতিমার সমস্ত ব্যয়ভার বহন করছেন এই আবাসনের দুই আবাসিক—অনামিকা চক্রবর্তী ও তপন বনিক। আবাসনের ভেতরকার এই আত্মনিবেদন পূজায় এক অনন্য মাত্রা যোগ করেছে।

মৃন্ময়ী প্রতিমার চিন্ময়ী রূপ ফুটিয়ে তুলবেন শিল্পী উত্তম পাল। প্যান্ডেল ও আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন শংকর দা। এবারের আলোকসজ্জার ব্যয়ভার বহন করছেন আবাসিকার পক্ষ থেকে গোপা দাসগুপ্ত।

পঞ্চমীর দিন, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীমার রূপ উন্মোচন করা হবে। এরপর প্রতিদিনই আবাসনের নারী ও শিশুদের জন্য থাকছে নানা প্রতিযোগিতা—চিত্রাংকন, উলুধ্বনি, শঙ্খধ্বনি, আরতি ইত্যাদি, যা পূজার দিনগুলোকে আরও প্রাণবন্ত করে তুলবে।

প্রতিদিন ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন থাকবে। পাশাপাশি, প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আবাসনের মানুষজন একসাথে মিলিত হবেন আনন্দঘন পরিবেশে।

কিরণ হাউসিং কমপ্লেক্সের এই পূজা অল্প সময়ে স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চতুর্থ বর্ষে পা দিয়েও আবাসনের মানুষজন পূজাকে শুধুই ধর্মীয় উৎসব হিসেবে নয়, বরং একতা, সম্প্রীতি ও আনন্দের উৎসবে রূপ দিতে সচেষ্ট।

No comments

Powered by Blogger.